DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 16, 2025

"উন্নয়নের পাঁচালী " সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বের উদ্যোগে অনুষ্ঠান নজরুল মঞ্চে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : উন্নয়নের জয়গান: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলাদের নেতৃত্বাধীন প্রচার অভিযান 'উন্নয়নের পাঁচালি'-এর উপস্থাপন
মঙ্গলবার নজরুল মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি প্রচার অভিযানের নজরকাড়া উপস্থাপন হল, যেখানে দলের মহিলা নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩,৫০০-এরও বেশি মহিলা উপস্থিত ছিলেন। ঠাসা প্রেক্ষাগৃহে উপস্থিত প্রত্যেক মহিলার হাতে পাঁচালি-এর একটি করে কপি তুলে দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের উন্নয়ন যাত্রার বর্ণনা করে যখন তাঁরা সকলে একসঙ্গে ছন্দে ছন্দে পাঠ শুরু করেন, তখন সেই ছন্দে গোটা প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে ওঠে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, সাবিনা ইয়াসমিন সহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ মহিলা নেত্রী। আগামী দিনের কর্মপন্থা তুলে ধরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, জেলা সভাপতিদের নেতৃত্বে ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি চলবে। তিনি জানান, “২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৩০ দিনের জন্য, তৃণমূল স্তরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে প্রতিটি বুথে ন্যূনতম তিনটি করে সভা বা বৈঠক আয়োজন করতে হবে। ২২ জানুয়ারি প্রতিটি জেলায় রাজ্য স্তরের সমাবেশ অনুষ্ঠিত হবে, এরপর ২৫ জানুয়ারি জেলা সম্মেলন করা হবে।”
অন্যান্য নেত্রীরা গত ১৫ বছরে রাজ্য সরকারের অবদান, বিশেষত নারী-কেন্দ্রিক উদ্যোগগুলির উপর বিশেষ গুরুত্ব দেন। তৃণমূলের বরিষ্ঠ নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, কন্যাশ্রী-এর মতো প্রকল্পগুলি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েদের সমর্থন জুগিয়ে চলেছে। তিনি আরও তুলে ধরেন যে, কীভাবে দলটি ক্রমশ বেশি সংখ্যক মহিলা প্রার্থীকে নির্বাচনে সুযোগ দিয়েছে এবং তাঁরা জয়ীও হয়েছেন। তিনি যোগ করেন, গ্রাম পঞ্চায়েত ও অঞ্চলের মহিলা প্রধানরা সরকারের উন্নয়নের বার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এইভাবে উন্নয়নের পাঁচালি কর্মসূচি একটি সুদূরপ্রসারী প্রচার অভিযানের সুর বেঁধে দিল, যেখানে মহিলারা রাজ্যের প্রতিটি কোণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের উন্নয়নের আখ্যান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকবেন। এটি তৃণমূল কংগ্রেসের সংহতি এবং নারী-নেতৃত্বাধীন প্রশাসনের উপর গুরুত্ব দেওয়ার বিষয়টিকেই আরও জোরদার করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot