বাজপাখি পাচারের বড়সড় চক্রান্ত ভণ্ডুল করল বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বাঁশকোপা টোল প্লাজার সামনে হানা দেয় বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি বিশেষ টিম। যেহেতু এটা খুব বড়সড়ো একটা চক্র তাই তদন্ত যাতে আরো এগোতে পারে তার জন্য এই খবর আটকে রেখেছিল বনদপ্তর, যাতে অন্য পাচারকারীরা যারা এর সঙ্গে যুক্ত তারা যাতে সতর্ক না হয়। আটক করা হয় একটি চারচাকা গাড়ি, সেখান থেকেই উদ্ধার হয় মোট ছ’টি বাজপাখি।
বনদপ্তর সূত্রে জানা যায়, বাজপাখিগুলি বিহার থেকে বর্ধমানের উদ্দেশ্যে পাচারের জন্য আনা হচ্ছিল। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় গাড়ির চালক শেখ ওয়াজেদকে। তিনি পূর্ব বর্ধমানের দুবরাজদীঘির বাসিন্দা। দুর্গাপুর রেঞ্জের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই আমরা ফাঁদ পেতে বসেছিলাম। গাড়িটিকে থামিয়েই পাচারের চক্রান্ত ধরা পড়ে। চালক নিজেই পাচার চক্রের অংশ বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বাজপাখিগুলিকে বনদপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment