দুর্গাপুরের ডি পি এল কলোনির এ জোন আদিবেদী পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন করতে নিয়ে যাবার সময় পাশেরই পুজো কমিটি ডুমুরতলা সার্বজনীন পুজো কমিটির সদস্যরা তাদের উপর হঠাৎই হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় আদিবেদী দুর্গাপূজা কমিটির বেশ কয়েকজন সদস্য আহত হয় গুরুতর আহত হয় দুজন সকলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। মহিলাদেরকে অস্রাব্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে । ঘটনাস্থলে ব্যাপক পুলিশ সহ কমব্যাট ফোর্স নেমে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপরে প্রতিমা নিরঞ্জনের পর পুলিশের তরফ থেকে আহত পুজো কমিটির সদস্য সহ বাকি মহিলাদের নির্বিঘ্নে তাদের এলাকায় পৌঁছে দেওয়া হয়। আদিবেদী পূজা কমিটির মহিলা সদস্যদের অভিযোগ ডুমুরতলা পুজো কমিটির সকলেই মদ্যপ অবস্থায় অস্রাব্য ভাষায় গালিগালাজ সহ ব্যাপক মারধোর করে তাদের সদস্যদের। এবং আগামী দিনেও হামলার হুমকি দেয় বলে অভিযোগ। পূজা কমিটির তরফ থেকে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । অন্যদিকে ডুমুরতলা পূজা কমিটির তরফ থেকে জানানো হয়েছে তাদের উপর হামলা চালিয়েছে আদিবেদী পুজো কমিটির সদস্যরা তারাও লিখিত অভিযোগ দায়ের করবেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য আজ কোক ওভেন থানা এলাকার ডি পিএল কলোনিতে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গতকাল রাতে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার দুটি পুজো কমিটির মধ্যে বিসর্জন ঘিরে ব্যাপক মারপিট আহত ৮ জন। থানায় অভিযোগ।
No comments:
Post a Comment