DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 7, 2025

লক্ষ্মী পূজার দিন লক্ষ্মীদের অভিযোগের ভিত্তিতে শান্তি ফেরাতে কাঁকসা থানার পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : লক্ষ্মী পুজোর সন্ধ্যায় ঘরের লক্ষীরা সোমবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে  ঢুকে পড়ে কাঁকসা থানার ভেতর। তাদের অভিযোগ সোমবার সন্ধ্যায় ঘরে ঘরে লক্ষ্মীপূজোর আয়োজন হলেও তাদের ঘরে লক্ষীর অভাব দেখা দিয়েছে। সকলেই কাঁকসার শিলামপুরের কাটাবাগান এলাকার বাসিন্দা। তারা বলেন তাদের থানায় আসার কারণ হলো ,এলাকায় বেশ কয়েকজন বেআইনিভাবে মদ বিক্রি করছে। আর সেই মদ খেয়ে নিত্যদিন সংসারে অশান্তি লেগেই রয়েছে। ঘরের পুরুষ সদস্যরা সারাদিন রোজকার করার পর সেই রোজকারের টাকায় মদ খেয়ে ঘরে ফিরছে।যার কারনে সংসারে অনটন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে মদ খাওয়ার জন্য।আগে এলাকায় চোলাই মদ বিক্রি হত। পরে পুলিশের ধরপাকড়ের ফলে সেটা বন্ধ হলেও বর্তমানে দেশি মদ বিক্রি হচ্ছে দেদার। বারণ করতে গেলে উল্টে হুমকি মুখে পড়তে হোচ্ছে তাদের।তাই এলাকায় যাতে মদ বিক্রি বন্ধ হয় এবং পরিবারে যাতে সুখ শান্তি ফিরে আসে। সেই দাবি নিয়ে তারা কাঁকসা থানায় অভিযোগ জানান। এদিন এলাকার মহিলারা কাঁকসা থানার আইসির সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানান। এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণে দেশি মদের বোতল বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। কাঁকসা থানার পুলিশের কাছে এলাকাবাসী অভিযোগ জানায় যে, কাঁকসার সিলামপুরে কাটাবাগান ও ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির কারবার চলছে। গ্রামে সহজেই মদ পাওয়া যাচ্ছে বলে কম বয়সী যুবক থেকে শুরু করে ঘরের পুরুষ সদস্যরা মদের আসক্ত হয়ে পড়ছে। যার ফলে নিত্যদিন ঘরে লেগে থাকছে অশান্তি। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানোর পরেই। আবগারি দপ্তরের সাথে কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এদিন এলাকায় পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছাতেই স্থানীয়রাই মদ বিক্রির গোপন আস্থানা গুলি দেখিয়ে দেয়। কাটাবাগান এলাকায় কারোর বাড়ির ভেতর থেকে,আবার কারোর বাড়ির পেছনে জঙ্গল থেকে উদ্ধার হয় দেশী মদের বোতল। সেখান থেকে ঘোষপাড়ায় ঢোকার পর সেখানে একটি গোলদারী দোকান থেকে বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার হয়। পুলিশের এই অভিযানে খুশি এলাকার মানুষ। এলাকার মহিলারা জানিয়েছেন, মাঝেমধ্যেই পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিকরা যদি অভিযানে নামে। তবে বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ হয়ে যাবে। তাতে এলাকার সকলের ঘরে শান্তি ফিরে আসবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot