DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 5, 2025

বৃক্ষরোপনের মাধ্যমে "স্যালুট তিরঙ্গা "প্রতিষ্ঠা দিবসের উদযাপন দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ‘স্যালুট তিরঙ্গা’ প্রতিষ্ঠা দিবস উদযাপন । এক পেড় মা কা নাম' -এই বার্তাকে সামনে রেখে উদযাপিত হল দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার অনন্য মেলবন্ধন। বিশ্বের ২০টি দেশ ও ভারতের ২৮টি রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার ‘স্যালুট তিরঙ্গা’-র প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
‘স্যালুট তিরঙ্গা’-র জাতীয় সম্পাদক মিতা চ্যাটার্জী মাহাতোর উদ্যোগে এএসপি স্টেডিয়ামের পাশে আই সেক্টর মোড়ের রোটারির জাতীয় পতাকা স্তম্ভের নিচে ২৫টি বৃক্ষ রোপণের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়।এদিন প্রথম বৃক্ষটি রোপণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটির সদস্যরা। ২০০৮ সালের ২রা অক্টোবর প্রতিষ্ঠিত ‘স্যালুট তিরঙ্গা’ সংস্থা এদিন তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটির সম্পাদক গৌতম ঘোষ, দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি রাকেশ ভাট সহ দুর্গাপুর স্যালুট তিরঙ্গার সদস্যরা।
এই কর্মসূচির মূল বার্তা ছিল দেশপ্রেমের সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণই প্রকৃত শ্রদ্ধা জাতীয় পতাকার প্রতি।‘স্যালুট তিরঙ্গা’র প্রতিষ্ঠা দিবসের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু এক দিনের উদযাপন নয়, এটি প্রকৃতি ও দেশপ্রেমের মিলিত প্রতীক। পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা উত্তোলন নয়, বরং পৃথিবীকে সবুজ রাখার অঙ্গীকার নেওয়া। রবিবার এই বার্তাই পৌঁছে দিল “স্যালুট তিরঙ্গা”। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot