DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 13, 2025

DPL এর স্থায়ী কর্মীদের আবারও বদলি নিয়ে অবস্থান বিক্ষোভ বদলি হওয়া কর্মীদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো নতুন করে বদলি নিয়ে বিতর্ক। বদলি হওয়া কর্মীদের অবস্থান বিক্ষোভ ডিপিএলের প্রশাসনিক ভবনের বাইরে। এর আগে ৩৩২ জন স্থায়ী কর্মীদের ডিপিএল থেকে বিভিন্ন জেলায় খাদ্য দপ্তরে বদলি করা হয়েছিল এমনটাই অভিযোগ। আবারো তাদের মধ্যে রাজ্যে সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ১৮ জন স্থায়ী কর্মীর বদলির নির্দেশ। নতুন কর্মস্থলে গিয়ে দেখা গেলো সেখানে নেই থাকার মতো আবাসন। নেই সঠিক চিকিৎসা পরিষেবা, নিত্যদিনের যাতায়াতও কার্যত অসম্ভব। এই সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা। শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেট আটকে শুরু করলেন অবস্থান বিক্ষোভ ।নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি,  বিক্ষোভকারীদের অভিযোগ স্পষ্ট বদলির বিরোধিতা নয়, আপত্তি মূলত সেইসব জায়গায় যেখানে তাঁদের পাঠানো হয়েছে। সেখানকার ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব, পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot