DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 11, 2025

তৃতীয় বার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন দেবেশ চক্রবর্তী।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ আসানসোলে যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃতীয় বারের জন্য নির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তী কে এবং নব নিযুক্ত সম্পাদক গনেশ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়। 
এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসানসোল কোর্টের বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 25 -30 জন আইনজীবী কংগ্রেসের ভাবধারায় বিশ্বাসী হয়ে  ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর লড়াই এ আকৃষ্ট হয়ে কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। এই প্রসঙ্গে দেবেশ বাবু সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিম বর্ধমান জেলা তথা সারা পশ্চিমবঙ্গের সর্বত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসে যোগদান করছে, আসানসোল ও তার ব‍্যতিক্রম নয়। এই অনুষ্ঠানে  অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, গৌরব রায়, অনীক চাকলাদার, জয়দেব রায়, মিঠুন হরিজন প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot