DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 15, 2025

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পুজো কমিটিদের চেক প্রদান এডিপিসির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে চেক প্রদান অনুষ্ঠান সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী , জেলা শাসক পোন্নাবলম এস, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,এছাড়া উপস্থিত ছিলো পুলিশ আধিকারিক ও দুর্গাপুর মহকুমার সমস্ত পুজো কমিটি। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন সমস্ত দুর্গাপূজা কমিটি গুলোকে নিয়ে আমরা মিটিং করলাম। কিভাবে সুষ্ঠু ভাবে পুজোটা পরিচালনা করতে পারবো। পুজোর যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, পুজো কমিটি গুলোর কি কি সমস্যা আছে কিভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা শুনলাম। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২৩০ পুজো কমিটি কে এক লাখ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হলো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot