DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, September 5, 2025

রাস্তার গুণগত মান খারাপ তাই রাস্তা তৈরি বন্ধ করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মানুষের জন্য উন্নয়নের কাজে কোন রকম গাফিলতি তিনি সহ্য করেন না। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এমন ঘটনা আগে কোনদিন ঘটে নি যেটা এবারে ঘটলো। পান্ডবেশ্বর খনি এলাকায় পাণ্ডবেশ্বরে রাস্তার গুণগত মান খারাপ এর কারনে কাজ বন্ধ করালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
 টানা প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাপে ধাপে সেই সব রাস্তার মেরামতের কাজ শুরু হলেও শুক্রবার সরপি মোড় থেকে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজে দেখা দিল সমস্যা। রাস্তার গুণগত মান নিয়ে অসন্তুষ্ট হয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেন বিধায়ক তথা জেলা তৃনমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বিগত ২৫ বছরে এই ধরনের বর্ষা মানুষ দেখেনি। তাই প্রায় সমস্ত রাস্তার অবস্থা শোচনীয়। রাজ্য সরকারের পক্ষ থেকে ধীরে ধীরে সবকটি রাস্তা নতুনভাবে তৈরি ও মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। কিন্তু মানুষের টাকায় কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। তাই কাজ বন্ধ রাখতে হয়েছে। বললেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রশাসনিক সূত্রে খবর, চলতি মাসের ৭ তারিখ পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তার কাজের পর্যবেক্ষণ হবে। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া–বরগড়িয়া রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৭ কোটি টাকা। সেই রাস্তার কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রবল বর্ষণে বিধানসভার একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামতের কাজ শুরু হলেও, কাজের গুণগত মান নিয়ে কোনওরকম আপস করতে নারাজ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মানুষের টাকায় মানুষের জন্য উন্নত মানের রাস্তা তৈরি করাই প্রশাসনের অঙ্গীকার—এমনই বার্তা দিলেন এই পদক্ষেপের মাধ্যমে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot