DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, September 5, 2025

পাণ্ডবেশ্বর কে নতুন রূপ দিতে বিধায়কের উদ্যোগে অজয় নদীর পাশে অত্যাধুনিক পার্ক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সবসময় চান তার এলাকায় নতুন কিছু হোক ,যাতে সারাদিনের কর্মব্যস্ততার পর মানুষ আরো ভালোভাবে কিছুটা সময় আনন্দের সঙ্গে কাটাতে পারে। পাণ্ডবেশ্বর অজয় নদীর বক্ষে তৈরি হতে চলেছে অত্যাধুনিক_পার্ক ও ওয়াচ_টাওয়ার। খনি এলাকা বলে কি পর্যটনকেন্দ্র হতে পারে না মনের তাগিদ ও ইচ্ছে থাকলে সবকিছুই করা যায় সকলের সাহায্য নিয়ে। সেটাই করে দেখাতে চাইছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক সকলের প্রিয় নরেন্দ্রনাথ চক্রবর্তী।
 পুজোর আগে কতটা জোর কদমে এগোচ্ছে কাজ তা খতিয়ে দেখতে কাজের অগ্রগতির পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নের এক নতুন ফলক তৈরি হবে। এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে প্রাকৃতিক সৌন্দর্য।উন্নত পাণ্ডবেশ্বর, এগিয়ে পাণ্ডবেশ্বর এই স্লোগানকে সামনে রেখে  মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে চলেছেন পাণ্ডবেশ্বর কে উন্নত থেকে উন্নতর নতুন পাণ্ডবেশ্বর রূপ দিতে। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি, বিধায়ক তহবিল ও ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই অত্যাধুনিক পার্ক গড়ে উঠছে ধীরে ধীরে। এবং আগামী দিনে পাণ্ডবেশ্বর এক প্রাকৃতিক নিদর্শন হয়ে দাঁড়াবে এই পার্ক এর মাধ্যমে। প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বরকে নতুন রূপ দেওয়াই আমার লক্ষ্য। খনি এলাকাতেই পর্যটনের নতুন রূপ দেওয়া যায় আমি এটা মনে করি । উন্নত থেকে উন্নততর স্তরে পাণ্ডবেশ্বর পৌঁছে যাবে আগামী দিনে। পাণ্ডবেশ্বর কে নতুন রূপে দেখতে পর্যটনে তার নতুন দিশা মানুষকে আরও আকৃষ্ট করবে খনি এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot