DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 6, 2025

দুর্গাপুর ইস্পাত কারখানার সমবায় সমিতির নির্বাচন নিয়ে গন্ডগোল, ঘটনাস্থলে পুলিশ।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের মধ্যে । দু পক্ষর রাস্তায় বসে তুমুল বিক্ষোভ। কংগ্রেস কর্মীদের হটাতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে বচসা। কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ," তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দিচ্ছে। আমরা মনোনয়নপত্র দাখিল করব সেই জন্য পুলিশের কাছেও দাবি করেছিলাম। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা। আমরা তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি।"তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায় বলেন,"ওরা নাটক করছে। আমরা কাউকে বাধা দিইনি। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot