DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 6, 2025

রাজ্যে প্রথম অত্যাধুনিক মডেল আদালতের উদ্বোধন দুর্গাপুর শহরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে উদ্বোধন হলো রাজ্যের প্রথম অত্যাধুনিক মডেল আদালত। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবনের। শনিবার এই নতুন আদালত ভবনের  উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথ সহ মহকুমা আদালতের বিচারকরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আইনজীবী থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ।
জানা গেছে, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই নতুন মহকুমা আদালত ভবন। অত্যাধুনিক এই মডেল আদালতে বিচারব্যবস্থার পরিকাঠামো যেমন উন্নত হবে, তেমনই আইনজীবী ও সাধারণ মানুষের জন্যও তৈরি হয়েছে আরও আরামদায়ক পরিবেশ।
প্রশাসনের আশা, এই উদ্যোগ বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot