DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, September 5, 2025

নবী দিবসের পবিত্র যাত্রায় সম্প্রীতির বার্তা শ্রদ্ধা ভক্তির আবহে মেতে উঠলেন সকলেই

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নবী দিবসের পবিত্র মাহাত্ম্যে ভরে উঠল দুর্গাপুর বাজার এলাকা। সকাল থেকেই পরিবেশ ছিল উৎসবমুখর। সগড়ভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মিছিল, যা দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত পৌঁছে যায়। শুক্রবার মিছিলে ছিল মানুষের ঢল পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ সকলে একসাথে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে। ঢাক-ঢোল, ধর্মীয় সংগীত আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শুধু সগড়ভাঙা নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ দিলেন এই মহা-সমাবেশে। প্রায় কয়েকশোর বেশি মানুষের উপস্থিতি এদিনের মিছিলে প্রাণসঞ্চার করে। হাতে পতাকা, ব্যানার আর নবী দিবসের শ্লোগান লিখিত ফেস্টুন নিয়ে এগিয়ে যান সবাই। সর্বত্রই ছিল ভ্রাতৃত্ব, শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। এ যেন শুধুই একটি ধর্মীয় আচার নয়—এ ছিল মানুষের ঐক্য, বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য উদাহরণ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot