DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 4, 2025

দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের আবাসনে ভয়াবহ আগুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাঁস ফায়ার সেফটির গলদ ।  বৃহস্পতিবার দুপুরে শোভাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে অগ্নিকাণ্ডের পর—অভিযোগ, আবাসনের সব ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে রিফিল বা রক্ষণাবেক্ষণ করা হয়নি, ফলে বিপদের মুহূর্তে আগুন নেভানোর কোনও কার্যকর ব্যবস্থা কার্যত ছিল না। ঘটনার সময় বাসিন্দারা অসহায় হয়ে পড়েন। আগুন ছড়িয়ে পড়ার শুরুতেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো তলা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ফায়ার সেফটি পরিদর্শনের কোনও প্রক্রিয়া এখানে মানা হয় না। ফলে আবাসনের বাসিন্দাদের প্রাণের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। দমকল পৌঁছনোর আগ পর্যন্ত পরিস্থিতি একের পর এক ভয়াবহ মোড় নিচ্ছিল। ওই আবাসন এলাকায় পর্যাপ্ত জল ছিল না আগুন নেভানোর জন্য অন্য আবাসন এলাকা থেকে জল নিয়ে আসতে হয় এমনটাই জানান দমকল কর্মীরা। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক ধাপে আগুন নিয়ন্ত্রণে আনার মতো ব্যবস্থা থাকলে হয়তো ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যেত।  জানা গেছে, আগুন লেগেছিল আবাসনের একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক অনুরাণ ভাদুড়ি তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন। হঠাৎই বিকট শব্দ শোনার পর দেখা যায়, ফ্ল্যাট থেকে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে, ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা আবাসন। এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ—অগ্নি-নিরাপত্তা বিধি মানার কোনও বালাই নেই এখানে। শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনের এই অগ্নিকাণ্ড স্পষ্ট করে দিল, কাগজে-কলমে নিয়ম থাকলেও বাস্তবে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা একেবারেই উপেক্ষিত। শুধু হাসপাতাল নয়, তার আবাসনগুলিতেও যদি ন্যূনতম নিরাপত্তা মানা না হয়, তাহলে যেকোনও দিন আরও বড় বিপর্যয় ঘটতে পারে। এ ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot