DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 2, 2025

পুলিশ দিবসের দ্বিতীয় দিনে চক্ষু পরীক্ষা শিবির এর উদ্যোগ দুর্গাপুরের কোক ওভেন থানার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পুলিশ দিবস সহ এ ডি পি সির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা সপ্তাহ ধরে নানান কর্মসূচির উদ্যোগ নিয়েছে দুর্গাপুরের কোক ওভেন থানা থানার অফিসার ইনচার্জ মইনুল হকের উদ্যোগে। পুলিশ দিবসের দ্বিতীয় দিনে মঙ্গলবার কোক ওভেন থানার উদ্যোগে এবং দুর্গাপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় থানা লাগোয়া এক বেসরকারি লজে আয়োজন করা হয় পুলিশকর্মী সহ সাধারণ মানুষের জন্য জন্য বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। এদিন প্রায় শতাধিক পুলিশকর্মীর চক্ষু পরীক্ষা করা হয় এবং যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দেওয়া হয় চশমা। রাত্রিকালীন ডিউটির সময় দৃষ্টিসংক্রান্ত অসুবিধা যাতে না হয়, সেই ভাবনা থেকেই কোক ওভেন থানার ওসি মইনুল হকের এই পদক্ষেপ। এই উদ্যোগে খুশি পুলিশকর্মীরা জানিয়েছেন, তাদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে থানার পক্ষ থেকে এমন নজিরবিহীন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। *আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ বছর পূর্তি উপলক্ষে কোক ওভেন থানার উদ্যোগ । এদিনের শিবিরে প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান। পথচলতি সাধারণ মানুষ, গাড়ির চালক থেকে শুরু করে পুলিসের আধিকারিক সকলে অংশ নেন এই কর্মসূচিতে। “সেফ ড্রাইভ সেভ লাইফ” বার্তাকে সামনে রেখে গাড়ি চালকদের প্রতি বিশেষ আহ্বান জানান কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল হক। 
এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা বাড়াবে বলেই আশা প্রকাশ করেছেন উপস্থিত পুলিশকর্মীরা।
কোক ওভেন থানার এই উদ্যোগ প্রমাণ করল যে পুলিশ কেবল আইনশৃঙ্খলা নয়, সমাজের স্বাস্থ্য ও সচেতনতার ক্ষেত্রেও সমান দায়িত্ব পালন করছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ বছরের পথচলায় এমন উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot