DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 29, 2025

দুর্গাপুর পুলিশ লাইনের পূজোর উদ্বোধনে সঞ্চালকের ভূমিকায় দুই থানার ওসি সকলের মন জয় করলেন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মহাষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় দুর্গাপুর পুলিশ লাইনে ছিল দূর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান। এই পূজার উদ্বোধনী অনুষ্ঠানে কোন প্রফেশনাল সঞ্চালক নয় সঞ্চালকের ভূমিকায় ২ থানার ওসি । কোক ওভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হক এবং নিউ টাউনশিপ থানার অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা। সঞ্চালকের ভূমিকায় দুজনেই সকলের মন জয় করে নিলেন। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হক রবীন্দ্র অনুরাগী। সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা তাঁকে অনুপ্রাণিত করে তাই তার সঞ্চালনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে নিউ টাউনশিপ থানার অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা শোনালেন মায়ের আগমনীর গান। উর্দি ছাড়া সঞ্চালকের ভূমিকায়  বাঙালিয়ানার ঐতিহ্য বজায় রেখে এক অফিসার পাজামা পাঞ্জাবী আর একজন শাড়ি দুই পুলিশ আধিকারিক কে উর্দি ছাড়া এইরকম পোশাকে তাদের বেশ সুন্দর লাগছিল এবং সকলেই সেই প্রশংসা করেন। মঞ্চে বসে প্রশাসনিক সমস্ত আধিকারিকেরা যেন মন্ত্রমুগ্ধ।  এদিন দুর্গাপুর পুলিশ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল চৌধুরী, ডি সি পি অভিষেক গুপ্তা, জেলাশাসক এস পোণ্যমবলম , মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় , ডিএমসির চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,  বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার এবং মহিলা পুলিশ কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা, সকল প্রশাসনিক আধিকারিকেরা অতিথিরা  নিজেদের বক্তব্য তুলে ধরেন। মহাসাড়ম্বরে প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে উদ্বোধন হয় দুর্গাপুর পুলিশ লাইনের দুর্গাপুজোর । এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করার জন্য গুরু দায়িত্বভার সুষ্ঠুভাবে সম্পন্ন করেন ওসি দুর্গাপুর সঞ্জীব দে ,এসিপি সুবীর রায় এবং বিশিষ্ট পুলিশ আধিকারিক সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখোপাধ্যায়। এরপর আগামী কার্নিভালের অংশগ্রহণকারী পুজো কমিটিদের লটারির মাধ্যমে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মহিলাদের বস্ত্র বিতরণের মাধ্যমে এই শুভ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot