উল্লেখ্য পাণ্ডবেশ্বর এলাকায় জল সরবরাহের জন্য সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দপ্তরটি রয়েছে। সেই দপ্তর এই হঠাৎ করে ক্লোরিন গ্যাস লিক হওয়ায় আশেপাশের বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, খবর পেয়েই সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন এসে দেখেন রাস্তার উপর এখানে সেখানে বেশ কয়েকজন মানুষ অচৈতন্য অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদের পাণ্ডবেশ্বর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোন কোন ব্যক্তির অসুস্থতা বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশের সঙ্গে দমকলের একটা ইঞ্জিন এসে এলাকাকে বিপদ মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। হঠাৎ করে কিভাবে ক্লোরিন গ্যাসের মত মারাত্মক গ্যাস লিক করল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সোমবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ পাণ্ডবেশ্বর এর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ক্লোরিন গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায়। ক্লোরিন গ্যাস এলাকার আশেপাশে ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েন এলাকার বহু মানুষ। ঘটনায় গুরুতরভাবে অসুস্থ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এলাকা ঘিরে ফেলা হয়েছে। এলাকার চারিপাশে ক্লোরিন গ্যাস লিক করে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
No comments:
Post a Comment