ভিক্স ভেঞ্চারের কর্ণধার সৌভিক মান্না অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে জানান, “প্রথম সিজনের সাফল্যই আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। এবারের আসরে আমরা আরও বৃহত্তর আয়োজন করতে চলেছি। আর আমাদের গর্বের বিষয়—বিশিষ্ট লেখিকা লীনা গাঙ্গুলী থাকছেন মনোনয়ন প্রক্রিয়ার মুখ্য উপদেষ্টা।”
সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিলেন তারকারা। রাহুল-দেবাদৃতা জুটি যেমন মিষ্টি আড্ডায় মাতালেন, তেমনই সাহেব ভট্টাচার্য ও আর্য দাশগুপ্ত ছিলেন স্বভাবসুলভ প্রাণবন্ত। অভিনেত্রী সুস্মিতা দে ও রিয়া গাঙ্গুলি রূপে-গুণে আলো ছড়ালেন পুরো আসরে। সংগীত পরিচালক সমিধ মুখার্জি জানান, “টলিউডের জন্য এমন পুরস্কার মঞ্চ খুব দরকার। এটা শুধু প্রতিভা নয়, নতুন শিল্পীদেরও পরিচিতি এনে দেয়।” অন্যদিকে পরিচালক অয়ন সেনগুপ্ত ও সুব্রত শর্মা বলেন, “পুরস্কার সবসময়ই অনুপ্রেরণা দেয়, আর টলি স্টার অ্যাওয়ার্ডস আগামী দিনে টলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হয়ে উঠবে।” গতবারের তুলনায় এবার আয়োজন অনেক বড়। নতুন ক্যাটেগরি, বাড়তি মনোনয়ন ও দর্শকদের জন্যও থাকবে বিশেষ সেগমেন্ট। আয়োজকদের ইঙ্গিত—সেলিব্রিটি পারফরম্যান্স, মিউজিক্যাল সেগমেন্ট এবং দর্শক ভোটে নির্বাচিত বিশেষ পুরস্কারও এবার যুক্ত হতে পারে। মৌ সরকারের সহযোগিতায় সাজানো এই বিশেষ সন্ধ্যা ইতিমধ্যেই টলিউড মহলে আলোচনার ঝড় তুলেছে। কবে অনুষ্ঠিত হবে টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২? কোন কোন তারকা থাকবেন আসরে?
এবার কারা পাবেন সেরার স্বীকৃতি?
No comments:
Post a Comment