DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 10, 2025

দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সমস্ত পুজো কমিটি কে নিয়ে করলো সমন্বয়ে বৈঠক।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত যে সমস্ত পুজো কমিটি গুলো দুর্গাপুজো করেন, তাদেরকে সচেতন করত কোক ওভেন থানার সন্নিকটে শ্রেয়সী হলে হয়ে গেল সকল পুজ কমিটিরদের নিয়ে সমন্বয় বৈঠক। পুজো কমিটি গুলোকে কি কি নিয়ম মেনে চলতে হবে, কিভাবে পুজোর দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থেকে সমস্ত নিয়ম সুনিশ্চিত করতে হবে এবং বিসর্জনের দিন আরও বিশেষ করে পূজা কমিটিগুলোকে উদ্যোগ নিতে হবে সুষ্ঠুভাবে যাতে নিরঞ্জন প্রক্রিয়া সম্ভব হয় এইসব নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়ে গেল দুর্গাপুরের শ্রেয়শী কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হক । তিনি অনুষ্ঠান পরিচালনা সহ সমস্ত বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে অবগত করেন পূজা কমিটিদের । এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় এসিপি সিআই সহ অন্যান্য পুলিশের বিশিষ্ট আধিকারিকেরা। ছিলেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অগ্নি নির্বাপন দপ্তরের অফিসার সহ  ডিপিএল এবং রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। সকলেই কিভাবে পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় কি কি নিয়ম মানতে হয় সব বিষয়ে সমস্ত পুজো কমিটি গুলোকে অবগত করেন । ডিপিএল কলোনি কে আরো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট জঙ্গল সবকিছু নিয়ে পুজোর দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন আবেদন জানিয়েছেন অনেকেই। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অনেকে অভিযোগ করেছেন। সমস্ত বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয় পুলিশের নিজস্ব whatsapp গ্রুপ যেটা দুর্গা পূজার জন্য করা হয়েছে সেখানে সমস্ত জরুরী ভিত্তিক নম্বর দিয়ে দেওয়া হবে। আজকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আপাতত ৬৭ টি পুজো মুখ্যমন্ত্রীর অনুদান প্রাপ্ত বলে জানা গেছে এই থানা এলাকায় । বেশ কিছু নতুন পুজো কমিটি অনেকেই আবেদন করেছেন এবছর অনুদানের জন্য।  আরও হয়তো বেশ কিছু নাম সংযোজন হবে স্কুটিনির মাধ্যমে সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখে । তার জন্য কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে এমনটাই জানান অফিসার ইনচার্জ মইনুল হক। এরপরে সকল পুজো কমিটির সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্নের পর সকলে হাসিমুখে বাড়ি ফেরেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot