দুর্গাপুর নগর নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যৌথ উদ্যোগে এই ৭ টি বাস চালু করা হল। বিদ্যুৎ চালিত দুটি বাস দুর্গাপুরের শহরের বিভিন্ন এলাকায় চলবে। এবং সিএনজি চালিত পাঁচটি বাস লং রুটে চলবে। চার্জিং স্টেশন সহ সব মিলিয়ে মোট ৫.৫ কোটি টাকা খরচ হয়েছে। পাঁচটি দূর পাল্লার বাসের মধ্যে দুর্গাপুর থেকে করুণাময়ী দুটি বাস । দুর্গাপুর থেকে ধর্মতলা একটি বাস । দুর্গাপুর থেকে সাগরদিঘী একটি বাস এবং দুর্গাপুর থেকে পুরুলিয়া একটি বাসের উদ্বোধন হলো । আর যে দুটি বিদ্যুৎ চালিত বাস দুর্গাপুর শহরে চলবে তা দুর্গাপুর থেকে মুচিপাড়া বিধাননগর হয়ে প্রান্তিকা বাস স্ট্যান্ড এবং অন্যটি দুর্গাপুর সিটি সেন্টার হয়ে প্রান্তিকা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছবে। আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ সংসার অন্যান্য আধিকারিকেরা ।এছাড়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ,মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নতুন বাসের উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাখি বন্ধন উৎসবে মিলিত হন সকলে। ছড়িয়ে দেন সম্প্রীতির বার্তা। তারপর সকলে একসঙ্গে সাংবাদিক বন্ধুদের নিয়ে বিদ্যুৎ চালিত দুর্গাপুর নগর পরিষেবার বাসে শহরের বেশ কিছু অঞ্চল পরিক্রমা করেন একসাথে আনন্দের সঙ্গে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাখি পূর্ণিমার শুভ লগ্নে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নয়া উদ্যোগ ...দুটি বিদ্যুৎ চালিত ও পাঁচটি সিএনজি চালিত পরিবেশবান্ধব বাসের উদ্বোধন হয়ে গেল আজ শহরে ।
No comments:
Post a Comment