DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 8, 2025

দুর্গাপুরে রবীন্দ্র পল্লীতে কবিগুরুর প্রয়াণ দিবসে পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন হোলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার রবীন্দ্রপল্লী এ ব্লকে রাস্তার উপরে কবিগুরুর পূর্ণ অবয়ব  মূর্তির উন্মোচন করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুর রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব এবং দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবসে এই মূর্তির উদ্বোধন হলো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব এবং দীপঙ্কর লাহা এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন সঙ্গীত শিল্পী ছাড়াও আনন্দমেলা সংস্থার সংগীত শিল্পী রাও এ দিন নিজেদের অনুষ্ঠান পরিবেশন করেন । কোক ওভেন থানার মহিলা ভলেন্টিয়ার পুলিশদের এদিন সংবর্ধনা জানানো হয়। সম্বর্ধনা জানানো হয় বহু গুণী মানুষকে।  বাইশে শ্রাবণ কবি গুরুর প্রয়াণ দিবসে অনুষ্ঠানের উদ্যোক্তা নীলাঞ্জন চক্রবর্তী জানান এই পাড়ার ১৯০ জন  বয়স্ক  নাগরিককে রবি ছায়া সম্বর্ধনা দেয়া হোলো। আজ সারাদিন ধরে কবিগুরুর প্রয়াণ দিবসে তাদের নানান অনুষ্ঠান চলবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot