DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 3, 2025

রাস্তার বেহাল দশা তারই প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে ধানের চারা রোপন করে প্রতিবাদ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : উঠে গেছে পিচ। ভেঙে চুরমার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত জলমগ্ন ডোবা! এমন দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে ধানের চারা পুঁতে, জল ছেড়ে, রীতিমতো মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখাল বিজেপি। রবিবার সকালে দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ। নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও ৩ নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল। রাস্তায় গর্তই গর্ত, পিচ উঠে গেছে—বর্ষায় তা রূপ নিয়েছে বিপজ্জনক জলে ভরা গর্তে। নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের নাম। দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায় চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উপর। তাঁর অভিযোগ, "এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলে, আর প্রশাসন চোখ বুজে বসে আছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও, আর রাস্তা বেহাল! এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভাল কিছু নয়!" তিনি হুঁশিয়ারি দেন, "অবিলম্বে সংস্কার না হলে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবার আর চুপ করে বসে থাকব না।" দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেন, “বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে, বৃষ্টি কমলেই সংস্কার করা হবে।”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot