শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দামোদর নদ থেকে জল নিয়ে প্রায় ১২ কিমি রাস্তা খালি পায়ে হেঁটে শত শত শিবভক্ত চলেছেন আড়ার রাঢ়েশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে। বাঁকে করে জল নিয়ে 'হর হর মহাদেব' জপ করতে করতে এগিয়ে চলেছেন ভক্তরা। বাঁকুড়া মোড়ে শরবত, পানীয় জলের বোতল, খেজুর, বাতাসা, গেরুয়া উত্তরীয়, ধূপ, মোমবাতি, ফুল, বাচ্চাদের জন্য ঠান্ডা পানীয় নিয়ে অপেক্ষায় ছিলেন গুড্ডু খান এবং আরও একদল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ভক্তের দল এগিয়ে আসতেই বাড়িয়ে দিলেন সেবার হাত। সম্প্রীতির শহর দুর্গাপুরে এই ছবি সবারই চেনা । কিন্তু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিক টানা পোড়েনে উত্তপ্ত হয়েছিল শহর। আবার সেই সম্প্রীতি রক্ষায় সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন আগের মতই । তাই শহর আগেও যেমন ছিল আজও তেমন রয়েছে সেই বার্তা আগের মতো আজকেও সেই চেনা ছবিতে দেখা গেল। সংখ্যালঘু মুসলিম ধর্মপ্রাণ মানুষের এই সেবা এবং ভালোবাসা আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সম্প্রীতি ছবি দেখা গেল দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায়। গরু কান্ডে উত্তপ্ত দুর্গাপুরে বিতর্কের মাঝেই সোমবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহর দেখল সম্প্রীতির নজির। ছোট থেকে বড় একদল শিব ভক্ত উপোস করে ভোলেবাবা শিবের নামে হাঁটছেন। অন্যদল আল্লাহ-র নামে বাড়িয়ে দিচ্ছেন জল। দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড়ে এভাবেই দুটি ভিন্ন ধর্মের মানুষ ছড়িয়ে দিলেন সনাতন ভারতের সর্বধর্ম সমন্বয়ের বার্তা।
No comments:
Post a Comment