DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 13, 2025

বিরোধী দলনেতার মিছিলের জবাবে পাল্টা তৃণমূলের মিছিলে জনপ্লাবন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিরোধী দলনেতার মিছিলের জবাবে তৃণমূলে জনপ্লাবন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের ১০ ঘন্টার মধ্যেই পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে প্রায় ১২হাজার মিছিলের জনপ্লাবন পাণ্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো।  পানসিউলি স্কুল মোড় থেকে মান্দারমনি কোলিয়ারি পর্যন্ত এই মহামিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর বিধানসভার ২ ব্লকের সভাপতি কিরিটি মুখার্জি ও শতদ্বীপ ঘটক সহ পাণ্ডবেশ্বর বিধানসভার সকল নেতৃত্ব । গতকাল শুভেন্দু অধিকারীর মিছিল এবং সভার পর আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের খনি এলাকার ওই একই রাস্তা ও এলাকাতেই পাল্টা মিছিল ও সভা তৃণমূলের। মিছিলে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি পাণ্ডবেশ্বর এর বিধায়ক ও বটে এবং দেবাংশু ভট্টাচার্য । মিছিল থেকে স্লোগান উঠল আর শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা। মিছিলে ব্যানার এ লেখা বাংলার অপমান বরদাস্ত করবো না চুপি চুপি ভোটের কারচুপির ষড়যন্ত্র রুখবো । দেবাংশু ভট্টাচার্য বলেন গতকাল ওই পাপিষ্ঠ টা এই রাস্তা দিয়ে হেঁটেছিল আজ আপনারা প্রতিবাদ মিছিলে আপনাদের পদধূলি দিয়ে তা শুদ্ধ করে দিলেন। ওর কিছু পেটুয়া সংবাদমাধ্যম ওর থোবড়া দেখিয়েছে ,মানুষের ভিড় ছিল না তাই দেখায় নি। পাণ্ডবেশ্বর বিধানসভায় নরেন্দ্রনাথ চক্রবর্তী এখনো কয়েক ভোটে এগিয়ে আছেন এ বছরের টার্গেট তার তিন গুণ হবে। এলাকায় যে গদ্দার ভোটে দাঁড়িয়েছিল সে এখন দলকে বলছে যে আমাকে অন্য কোথাও দিন পাণ্ডবেশ্বর বিধানসভার সিট দেবেন না। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর গতকালের বিরোধী দলনেতার মিছিল ও সভা নিয়ে  এলাকার মানুষকে ভুল বোঝানোর অপব্যাখ্যার বিশ্লেষণ করে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেন ।আজ এই প্রতিবাদ মিছিলে প্রচুর জনসমাগম হয়েছিল । মিছিলে হাঁটেন তৃণমূলের ছাত্র যুব মহিলা সহ সকল কর্মী সমর্থকরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot