মাননীয়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর দুর্গাপুরের বেনাচিতি বাজারে এলেন মাননীয় রাজ্যপাল। এর আগেও তিনি দুর্গাপুর শহরে হঠাৎ করেই সন্ধ্যেবেলা এসেছিলেন সিটি সেন্টারে । রাস্তার চায়ের দোকানে চা খেয়েছিলেন কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। এবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে এলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে কথা বলার জন্য। ফল ও সবজী বাজার ঘুরে দেখলেন রাজ্যপাল। বাজার ঘুরে চায়ে হালকা চুমুক দেন কথা বলেন সাধারণ মানুষ এবং ফল ও সবজি মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে । কিনলেন বেশ কিছু সবজি ও ফলও ।রাজ্যপাল কে এত কাছাকাছি সামনে থেকে দেখে বাজারে আসার ক্রেতা সহ সাধারণ মানুষ আনন্দে যেন আত্মহারা । ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনলেন রাজ্যপাল। শেষে অনেক ক্রেতাদের তিনি চকলেট উপহার দেন। বাজার কমিটির তরফ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় । রাজ্যপাল বললেন অনেক সময় সঠিক খবর পাওয়া যায় না। জনসাধারণের সঙ্গে কথা বলতে বাজারে এসেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা জানলাম। আমি চাই রাজভবন জনগণের ভবন হোক । এরপর দুর্গাপুরের সিটি সেন্টারে সরকারি সার্কিট হাউসে মাননীয় রাজ্যপাল কে গার্ড অফ অনার দেওয়া হয় ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ৪৫ তম ইন্ডিয়ান স্কুল অফ মাইনসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ধানবাদ সফর দেশের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো সহ সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন মাননীয় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস।
No comments:
Post a Comment