DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 27, 2025

জাতীয় পতাকা নিয়ে দণ্ডী কেটে জাতীয় সড়ক ধরে তারকেশ্বরে উদ্দেশ্যে রানীগঞ্জের যুবক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তারনগরের যুবক সৌরভ পালের। ‘ভোলে বোম’ ধ্বনিতে মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডি কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। এই কঠোর ও কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলন নয়, বরং হিন্দুত্বের এক দৃঢ় প্রচারও বটে। শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভক্তের ভিড়। ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তাঁর দর্শনে। কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয়, এক নবজাগরণের প্রচেষ্টা। বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ। সঙ্গে ছিলেন আরও দুজন সাথী, যারা তাঁর এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দণ্ডি কেটে কেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দুবচুরুরিয়া এলাকায়। সেখানকার এক শিবমন্দিরে রাত্রিযাপন করেন তাঁরা। গ্রামের মানুষজন তাঁদের আন্তরিক ভাবে স্বাগত জানিয়ে, এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন।  ভোরেই সূর্যের প্রথম আলোয় আবারও যাত্রা শুরু। এবার গন্তব্য পানাগড়। পথে ঝড় হোক, বৃষ্টি হোক কিংবা রোদ্দুর— কিছুই থামাতে পারছে না সৌরভকে। তাঁর অঙ্গীকার একটাই— রাঢ়বঙ্গের মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছে যেতে হবে তারকেশ্বরে মহাদেবের চরণে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot