DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 20, 2025

অন্ডালে খনিতে জল ঢুকে যাওয়ায় মৃত্যু এক শ্রমিকের উদ্ধার চারজনকে চাঞ্চল্য খনিতে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অন্ডাল :-
 মেশিন দিয়ে কয়লা কাটার সময় ভূগর্ভে বিপজ্জনক পাঁচিলের একাংশ কেটে দেওয়ায় খনিতে জল ঢুকে মৃত্যু হলো এক কর্মীর। মৃতের নাম বিবেক কুমার মাজি (২২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অধীন ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে।  আটকে পড়েন আরও চার কর্মী। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল  পড়ে যায় খনি অঞ্চলে। আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে তৎপর হয় সহকর্মী ও খনি আধিকারিকরা। জল বের করার জন্য পাম্প নিয়ে আসা হয়। পাম্পের সাহায্যে জল বের করে উদ্ধার করা হয় চার জন কর্মীকে। তাদের উদ্ধার করে খনি থেকে ওপরে তোলা হয়। তারপর নিয়ে যাওয়া ইসিএলের স্বাস্থ্য কেন্দ্রে। 
কোলিয়ারি সূত্রে জানা গেছে প্রায় সাড়ে ছ'শো ফুট গভীরে কয়লা খনন করা হচ্ছিল। খনির ভিতরে যে সব বিপজ্জনক জায়গা আছে সেখানে পাচিল তুলে দেওয়া হয়। মেশিনে কয়লা কাটার সময় আচমকাই একটি বিপজ্জনক পাচিলের একাংশ কেটে যায়। পাচিলের উলটো দিকে প্রচুর পরিমাণে জল ছিল। কাটা অংশ দিয়ে প্রবল বেগে জল ঢুকে পড়ে শ্যামসুন্দরপুর কোলিয়ারির ৩ নম্বর খাদানে। যেখানে মেশিন দিয়ে কয়লা কাটা হচ্ছিল। জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় বিবেক মাজির। দুর্ঘটনার পর ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মীরা। তাদের অভিযোগ অতিরিক্ত উৎপাদনের জন্য কয়লা উত্তোলনে আউট সোর্সিং করছে ইসিএল। কর্মীদের নিরাপত্তার দিকে কোনও নজর নেই।
কোলিয়ারি এক আধিকারিক মনোজ মুখোপাধ্যায় বলেন " মঙ্গলবার রাতের শিফটে ২৪ জন কর্মী খনিতে কাজ করতে নেমেছিলেন। ৫ জন আটকে গিয়েছিল। বাকিরা উঠে এসেছে। পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে। "

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot