মেশিন দিয়ে কয়লা কাটার সময় ভূগর্ভে বিপজ্জনক পাঁচিলের একাংশ কেটে দেওয়ায় খনিতে জল ঢুকে মৃত্যু হলো এক কর্মীর। মৃতের নাম বিবেক কুমার মাজি (২২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অধীন ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে। আটকে পড়েন আরও চার কর্মী। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় খনি অঞ্চলে। আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে তৎপর হয় সহকর্মী ও খনি আধিকারিকরা। জল বের করার জন্য পাম্প নিয়ে আসা হয়। পাম্পের সাহায্যে জল বের করে উদ্ধার করা হয় চার জন কর্মীকে। তাদের উদ্ধার করে খনি থেকে ওপরে তোলা হয়। তারপর নিয়ে যাওয়া ইসিএলের স্বাস্থ্য কেন্দ্রে।
কোলিয়ারি সূত্রে জানা গেছে প্রায় সাড়ে ছ'শো ফুট গভীরে কয়লা খনন করা হচ্ছিল। খনির ভিতরে যে সব বিপজ্জনক জায়গা আছে সেখানে পাচিল তুলে দেওয়া হয়। মেশিনে কয়লা কাটার সময় আচমকাই একটি বিপজ্জনক পাচিলের একাংশ কেটে যায়। পাচিলের উলটো দিকে প্রচুর পরিমাণে জল ছিল। কাটা অংশ দিয়ে প্রবল বেগে জল ঢুকে পড়ে শ্যামসুন্দরপুর কোলিয়ারির ৩ নম্বর খাদানে। যেখানে মেশিন দিয়ে কয়লা কাটা হচ্ছিল। জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় বিবেক মাজির। দুর্ঘটনার পর ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মীরা। তাদের অভিযোগ অতিরিক্ত উৎপাদনের জন্য কয়লা উত্তোলনে আউট সোর্সিং করছে ইসিএল। কর্মীদের নিরাপত্তার দিকে কোনও নজর নেই।
No comments:
Post a Comment