DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 15, 2025

খেলাধুলার উন্নয়নে দুর্গাপুরের অ-আ-ক-খ ক্লাবের মাঠে চারটি বাতিস্তম্ভের উদ্বোধন দুর্গাপুর পুরনিগমের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের খেলাধুলার মান উন্নয়নের জন্য সদা সচেষ্ট দুর্গাপুর পুর নিগম । এমনও অনেক মাঠ রয়েছে যেখানে রাতের বেলা পর্যাপ্ত আলো না থাকায় অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারে না। এদের মধ্যে অনেকে অ্যাথলিট এবং অন্যান্য নানান খেলার সঙ্গে যুক্ত। দুর্গাপুরের ডিপিএল এলাকার অ আ ক খ কালচারাল..ক্লাবের ফুটবল মাঠে আলোর প্রয়োজনীয়তা ছিল । তারা এই আলোর জন্য দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মন্ডলী সহ চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় কে আবেদন জানিয়েছিলেন। অবশেষে আজ সন্ধ্যেবেলায় মাঠের চারদিকে বাতিস্তম্ভের উদ্বোধন করলেন পুর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তার সঙ্গে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তেওয়ারি ,দীপঙ্কর লাহা, এই এলাকার প্রাক্তন বিধায়ক কাউন্সিলর বিশিষ্ট তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল ,কল্লোল বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন হয় বাতিস্তম্ভের। উন্মোচন হয় ফলকের । মাঠের চারদিক আলোয় আলোকিত হওয়ায় খুশি ক্লাবের খেলোয়াড়রা সহ ক্লাবের সদস্যরা । ক্লাবের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট উদ্যোক্তা বিপদতারণ নন্দী জানান , দীর্ঘদিন ধরে আমাদের আবেদন ছিল দিদির কাছে এই মাঠকে আলোকিত করার জন্য বাতিস্তম্ভ লাগানোর জন্য । অবশেষে তা হল । এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি অনিন্দিতা মুখোপাধ্যায় কে এবং পুর নিগমের প্রশাসক মন্ডলীর সমস্ত মাননীয় সদস্যদের এবং আমরা সকলে ভীষণ আনন্দিত। সকলকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান ক্লাব সদস্যরা খেলার কোচ এবং খেলোয়াড়রা। এছাড়াও আজকে ক্লাবের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন সকলে। ক্লাবের যে জিম রয়েছে তার সেড নষ্ট হয়ে যাওয়ায় সেটারও সংস্কারের আশ্বাস দেন চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং বাইরে একটি খোলা মঞ্চেরও সেড বানিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি । এতে খুশি আজকে মাঠে উপস্থিত সকল ক্লাব সদস্য , খেলোয়াড়রা সহ এলাকার মানুষ। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান পুর নিগমের ফান্ডে যে টাকা আছে তা নিতান্তই অনেক কম । তবুও তার মধ্যে থেকে বিভিন্ন ক্লাবের আবেদনের সাড়া দিয়ে তারা এই ব্যবস্থা করে চলেছেন । আগামীদিনেও তারা শহরের বিভিন্ন মাঠ সহ রাস্তায় সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। প্রশাসক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ধর্মেন্দ্র যাদব জানান ইতিমধ্যে প্রায় কুড়িটি মাঠে এইরকম আলোর ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকদিনের মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ মাঠে হাই মাস্ক বৈদ্যুতিক স্তম্ভের মাধ্যমে আলোকিত করা হবে। অ ক খ ক্লাবে এই চারটি বাতি স্তম্ভর জন্য খরচ হয়েছে পাঁচ কোটি ৬০ লক্ষ টাকার কিছু বেশি। আগামী দিনে শহরে উন্নয়নের জন্য আমরা সদা সর্বদাই সচেষ্ট থাকব।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot