পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জওয়ানকে ফেরালো ভারতীয় সেনা। এই খবর ছড়িয়ে পড়তেই খুশি পরিবার পরিজনদের সাথে সারা দেশবাসী। দুর্গাপুরে পূর্ণমের শ্বশুরবাড়িতেও খুশির হাওয়া। এপ্রিল মাসের ২৩ তারিখ পাঞ্জাবে ভারত-পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনালমূলক ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তখনই ভুলবশত পাকিস্তানের সীমানায় তার পা পড়তেই পাকিস্তান রেঞ্জার তাকে আটক করে। তাকে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ভারতীয় সেনা। শেষ পর্যন্ত ২২ দিন পর পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই খবর সারা দেশের ছড়িয়ে পড়তে চরম উচ্ছাস শুরু হয়। জেলা বিজেপির পক্ষ দুর্গাপুরের বিজেপি নেতা সুমন্ত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা ও কর্মীরা দেশের সৈনিক শ্রী পূর্ণম কুমার সাউ এর পাকিস্তানের জেল থেকে মুক্ত হওয়ার পর সকলে মিলে তার শ্বশুরবাড়িতে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলেন, এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদির হাতে ভারতবর্ষ সুরক্ষিত তা বলে পরিবারকে আশ্বস্ত করেন ।
হুগলির রিষড়ায় পূর্নমের স্ত্রী রজনী সাউয়ের সাথে সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে খবর পেয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্করোডে পূর্ণমের শ্বশুরবাড়িতে হাজির হন দুর্গাপুরে ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি শ্বশুর শাশুড়ির হাতে প্রসাদের পাশাপাশি মিষ্টি খাইয়ে দেন। শ্বশুর শাশুড়ি বলেন আমরা চরম উৎকণ্ঠের মধ্যে ছিলাম। এই খবর পাওয়ার পর আমরা খুশি। শ্বাশুড়ি শিবদানি গুপ্তা বলেন,"আমারা আজ খবর পাই আমার জামাই ফিরে এসেছে। খুব ভয়ের মধ্যে ছিলাম। আজ ফিরে এসেছে খবর পেলাম সকালে। তারপর থেকেই আমরা খুশি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকে ।
No comments:
Post a Comment