DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 15, 2025

দুর্গাপুরে ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার শিক্ষা দিতে শিক্ষকের ভূমিকায় পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পুলিশ যখন শিক্ষক তখন ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও শিক্ষার মান অনেক বেড়ে যায় । স্কুলের হল ঘরের চেয়ারে বসে পড়ুয়ারা। ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে এ ক্লাস বাংলা, গণিত বা বিজ্ঞানের নয়। এ ক্লাস সাইবার প্রতারণা নিয়ে সচেতনতার। পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 'মাস্টারমশাই'ই হয়ে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এ.আই প্রযুক্তির ওপর ভর করে এগোচ্ছে দুনিয়া। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার প্রতারণাও। অজানা লিঙ্কে একটা আঙ্গুল পড়তেই সারা জীবনের সঞ্চয়ের টাকা মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে উধাও হয়েও যাচ্ছে। অজানা নাম্বার থেকে ফোন করে নানান লোভনীয় কথা বলে ফাঁদে ফেলা হয়। সেই ফাঁদে পড়ে অনেকের লক্ষ লক্ষ টাকা হারিয়ে পথেও বসতে হয়েছে। দুর্গাপুরের বহু মানুষও সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে হারিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ব্যাংক একাউন্টে রাখা সঞ্চয়ের টাকা। তবে রাজ্য জুড়ে সাইবার প্রতারণা ঠেকাতে তৎপরতা বেড়েছে রাজ্য পুলিশের। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রাণ কেন্দ্রে করা হচ্ছে সাইবার সচেতনতা। বৃহস্পতিবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল নিউ টাউনশিপ থানার পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সহ শিক্ষক শিক্ষিকারাও। কয়েকশো পড়ুয়া আর অভিভাবকদের সামনে কিভাবে সাইবার প্রতারণা হয় একাধিক ঘটনা তুলে ধরে সচেতনতা গড়ে তোলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়।  উপস্থিত ছিলেন সিআই(এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরীন সুলতানা, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot