DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 14, 2025

বদ্রিনাথে পাইন গাছের বন থেকে দুর্গাপুরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ,মৃত্যু রহস্য নিয়ে চাঞ্চল্য শহরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গতকালের পর আজও আবার এক যুবকের মৃত্যুর ঘটনা দুর্গাপুর শহরে। উত্তরাখণ্ডের বদ্রিনাথে রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার(২৭)। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের জাতীয় সড়ক থেকে ৩০ মিটার দূরে কাঞ্চনানালার কাছে পাইন  বনের একটি পাইন গাছ থেকে। উদ্ধার হয়েছে নথিপত্র। মৃত যুবক দুর্গাপুরের বি-জোনের এডিশনের বাসিন্দা। সূত্রের খবর, প্রীতম মজুমদার এডিশনে মামার বাড়িতেই থাকতো। সেখান থেকেই চার তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে বলে কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিল। চলতি মাসের ১১ তারিখ মামার সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। ১৩ তারিখ উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আছে প্রিতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনানালার পাইন বনে। পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। এই খবর দুর্গাপুরে আসতে শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনা এলাকায় শোকের র ছায়া ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot