DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 13, 2025

পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় অস্বাভাবিক মৃত্যু দুর্গাপুরের এক বেসরকারি কলেজের ছাত্রের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সিবিএসসিতে পরীক্ষার ফল খারাপ হওয়ার জন্য আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। শোরগোল এলাকায়। মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী (১৮)। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিল। এইদিন সিবিএসসি বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানালার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতর। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোরগোল করেছে এলাকায় জুড়ে। ঋষিরাজের জেঠু দীপক কেশরীর দাবি,"মঙ্গলবার সিবিএসসি রেজাল্ট বেরিয়েছিল। সেই সময় মা বাবা কেউই বাড়িতে ছিল না। তারপরেই এই ঘটনা। রেজাল্ট আমরাও এখনো চোখে দেখিনি। সে রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তো। জানালার ফাঁক দিয়ে আমার খুড়তুত ভাইয়েরা দেখতে পায় ঋষিরাজের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করে। তবে কি কারনে মৃত্যু হল আমরা বুঝে উঠতে পারছি না।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot