DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 2, 2025

দুর্গাপুরের DPL তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা মৃত এক উত্তেজনা এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা । ওয়াগানে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত শ্বশুর, আশঙ্কাজনক জামাই। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে সরব এলাকাবাসী ও সহকর্মীরা। মৃত ঠিকা শ্রমিকের নাম পৃথো টুডু(৫২)। দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা। আশঙ্কাজনক আরো এক ঠিকা শ্রমিকের নাম চেন্দাই হাঁসদা। জানা গেছে, শনিবার রাতে শ্বশুর আর জামাই মিলে একসাথেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে (ডিপিএল) কাজে যোগ দেয়। রাত দু'টোর সময় ডিপিএলের সাত নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডেলিং প্লান্টে ওয়াগেনে উঠে অন্যান্য শ্রমিকদের সাথে তারাও। ওয়াগেন চলার জন্য বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায় পৃথো। আর বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছিটকে পড়ে চেন্দাই। চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা ও সহকর্মীরা। মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিস্কুর অভিযোগ,"দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির জন্যই আজকের এই ঘটনা। আমরা ক্ষতিপূরণের দাবি করছি। কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি।" দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন,"আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যায়। একজন শ্রমিকের মৃত্যু হয়েছে আরেকজন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। পরিবারের একজনের চাকরিরও দাবি করেছি। মৃত্যুর জন্য কে দায়ী বিভাগীয় তদন্তের জন্য ডিপিএল কর্তৃপক্ষের কাছে দাবি করেছি।" দুর্গাপুর প্রজেক্ট লিঃ মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন,"ঘটনা জানতে পেরেছি। মৃত শ্রমিকের পরিবারের পাশে এবং চিকিৎসা দিন শ্রমিকের পাশে সমস্ত রকম ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot