DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 29, 2025

দুর্গাপুরে পাচার হওয়া পাহাড়ি টিয়া উদ্ধার করলো বনদপ্তর। গ্রেপ্তার চারজন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো উদ্ধার পাহাড়ি টিয়া, দুর্গাপুর ও কাঁকসার বনদপ্তরের তৎপরতায়। পাচারের আগে উদ্ধার বহু পাহাড়ি   টিয়া। গ্রেফতার চালক খালাসি ও ২ পাচারকারী। ধৃতরা পূর্ব বর্ধমানের দুবরাজদীঘির শেখ ইসলাম, শেখ অসীম ঝাড়খণ্ডের শিবশংকর চৌধুরী ও অরবিন্দ কুমার পান্ডে। ধৃতদের মহকুমা আদালতে পেশ। বর্ধমান বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি বাসে করে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা হয়ে টিয়া পাখি পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় বর্ধমান ও দুর্গাপুর বনাঞ্চল। তারপরেই সেখানে হানা দেওয়া হয়। বাসের ভেতর ঢুকে বেশ কয়েকটি খাঁচা থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০ পাহাড়ি টিয়া। বাজেয়াপ্ত করা হয় বাসটিও। ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রুটের বাস ছিল। জানা যায় পাখিগুলি বর্ধমান বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল। তারপর সেখান থেকে নাদন ঘাটে পাচারের কথা ছিল। বুধবার চারজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর বনাঞ্চল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot