DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 5, 2025

কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে দুর্গাপুরে তাঁত শিল্প মেলা সিটি সেন্টারের দুর্গাপুর হাটে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো আরো একটি মেলা দুর্গাপুর শহরে ।  ৯বছর পর দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে ফের তাঁতশিল্প মেলা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে হস্ত তাঁত প্রদর্শনীর (তাঁত মেলা) উদ্বোধন হল। মঙ্গলবার বিকেলে এই মেলার উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা এবং রাজ্য হস্ত শিল্পের আধিকারিকরা। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের হাতের তৈরি তাঁতের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ৬০টি স্টল করা হয়েছে।৪তারিখ থেকে শুরু হল। শেষ হবে ১৭তারিখ। প্রতিদিন এই মেলা খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন,প্রচারের মারাত্মক অভাব রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মেলা। কিন্তু প্রচার না হলে মানুষ আসবে কি করে। প্রচারের বিষয়ে নজর দেওয়া আরো প্রয়োজন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot