DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 6, 2025

ডায়রিয়ায় আক্রান্ত মলানদিঘির আকন্দরা গ্রামের বাসিন্দারা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পেটে খিচুনি দিয়ে হচ্ছে বমি। রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্তর সংখ্যা। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরও বেশ কিছু। কাঁকসার মলানদিঘীর আকন্দারায় ছড়িয়েছে আতঙ্ক। তার পরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল। দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল বলে অভিযোগ স্থানীয়দের। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকেই বমি, পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে বমি পায়খানা এবং অসুস্থের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার বেশ কিছু জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুরের ইএসআই হাসপাতাল ও মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অসুস্থ আরো বেশ কিছু জনকে দেওয়া হচ্ছে ওষুধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot