DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 28, 2025

বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় কর্মরত দুই শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা আশঙ্কাজনক 2

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো নিরাপত্তার অভাবে শ্রমিক মৃত্যু নিয়ে উত্তেজনা দুর্গাপুরে। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু। আশঙ্কাজনক আরো দুই। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী। মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের বাসিন্দা ও বছর ২৬ র অনুপ সরকার মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক আরও দুই যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে বিধান নগরের বেসরকারি  হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলকের পর  বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অনুপ সরকারকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আরো দুই যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot