DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 28, 2025

ব্যবসায়ী কে অপহরণ কাণ্ডের ঘটনায় ৫ জনের পর গ্রেপ্তার আরও দুজন অন্ডাল এলাকা থেকে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বুদবুদ থানার অন্তর্গত এলাকার এক ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডে ধৃতদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আরো দুই। এই নিয়ে গ্রেপ্তার হল মোট পাঁচজন।
পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। জেলেই টিআই প্যারেড হবে অপহরণ কাণ্ডে ধৃত পাঁচ জনের। অন্যদিকে অপহরণকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে অন্ডাল থানার কাজোরা থেকে গ্রেপ্তার করা হয় দুই জনকে। কাঁকসা থানার বিরুডিহার বাসিন্দা পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে এম টেক পাশ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কর্মী সুপ্রিয় খাওয়াশ, বিটেক পাশ সোহম চট্টোপাধ্যায়, সঞ্জীব বিশ্বাস, বিমলেশ কুমার ঠাকুর ও অভিজিৎ চক্রবর্তী। বুদবুদ থানার পুলিশ পাঁচ জনকেই গ্রেপ্তার করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অভিযুক্তরা। কাজোরা এরিয়ার ইসিএল কর্মী এমটেক পাশ নিউটাউনশিপ থানার টেটিখোলার বাসিন্দা সুপ্রিয় খাওয়াশই অপহরণ কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিলেন। সেই মর্মে নিউটাউনশিপ থানায় অভিযোগ হয়। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে অন্ডাল থানার কাজোরা থেকে শিবদানি মোদি ও অশোক রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ।এই দুজনেই আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলো সুপ্রিয়কে। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই দুজন আর কি কি ঘটনা ঘটিয়েছে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছেন নিউ টাউনশিপ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot