DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 7, 2024

দুর্গাপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা । রথের দড়িতে টান দিতে প্রচুর মানুষের ভিড় শহর জুড়ে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রায় মানুষের ঢল । কার্নিভালের আদলে এবারে রথযাত্রা নতুন ভাবে মানুষের সামনে দুর্গাপুরের ইসকন মন্দিরের পরিকল্পনায় ।জগতের প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণের অপর নাম। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়লো ,রবিবার দুর্গাপুরের ইসকন মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজিত রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীর নেতাজী সুভাষ রোড এলাকা ছিল লোকে লোকারণ্য। কয়েক হাজার লোক রথের রশি টেনে পূর্ণ অর্জনে ব্রতি হন । ইসকন মন্দিরের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাস জানান, রথযাত্রা উপলক্ষ্যে 'ছেড়া পহরা' অর্থ সারা রাস্তা ঘাট দেওয়ার পরবর্তীতে রথের চাকা এগোতে থাকে দুর্গাপুরের ইসকন মন্দির থেকে রথ বেরিয়ে আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠ প্রাঙ্গনে  অস্থায়ী মাসির বাড়ি গিয়ে পৌঁছায়। আগামী সাত দিন অর্থাৎ উল্টোরথ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও মাতা সুভদ্রা দুর্গাপুর ইসকনের পক্ষ থেকে এই মাঠ প্রাঙ্গনে সাধারণ মানুষের উদ্দেশ্যে মেলার ও আয়োজন করা হয় এবং একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার সহ রথের দড়িতে  টান দেন সাংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল এছাড়াও আরো বিশিষ্ট দূর্গাপুরের ব্যক্তিবর্গ এবং দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকেরা । এছাড়াও দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকা নিউ টাউনশিপ থানা এলাকাসহ আরো বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হয়েছে দুর্গাপুরে মহাসমারোহে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot