দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর কে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নতুন করে সাজিয়ে তোলার ও নাগরিক পরিষেবার উদ্যোগ নিয়ে বৈঠক এর পর দুর্গাপুরের এম এ এম সি কলোনির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট আধিকারিকরা । সম্প্রতি কয়েকদিন আগে দুর্গাপুরের মহকুমা শাসকের নতুন কার্যালয়ের কনফারেন্স হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দুর্গাপুরে ট্রাফিক বিভাগ মহকুমা শাসক সহ জেলার বিভিন্ন দপ্তরের পদাধিকারিকেরা। কয়েক বছর আগে দুর্গাপুরে ইন্টার স্টেট বাস টার্মিনাস এর চিন্তাভাবনা হয়েছিল কিন্তু সেটা পরে বন্ধ হয়ে যায়, জায়গা ঠিক হয়েছিল দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে একটি বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে । আবারও সেই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ডিপিআর করে খুব শীঘ্রই নবান্নে পাঠানো হবে বলে জানান মন্ত্রী । এছাড়া দুর্গাপুরে সংস্কৃতিমনস্ক মানুষদের কথা মাথায় রেখে দুর্গাপুরে আরো একটি নতুন প্রেক্ষাগৃহ এবং আর্ট গ্যালারি করা হবে দুর্গাপুরের সরকারি জমিতে যেখানে পুরনো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে । এছাড়া ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ডিভিসি মোড় থেকে গান্ধী মোড় পর্যন্ত মডেল রাস্তা করা হবে । এই রাস্তার উপরেই যে নগর বন তৈরি হয়েছিল তার কাজ আবারও শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে টুলেনের থমকে থাকা কাজ । এছাড়াও এই রাস্তা সম্পূর্ণ গ্রিন জোন করা হবে কোনরকম দূষণ থাকবে না এই রাস্তার উপরে । স্মোকিং এর জন্য আলাদা কিয়ক্স করে দেওয়া হবে যেখানে সেখানে ধূমপান করা যাবে না যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না এজন্য সকলের শহরবাসীর সহযোগিতা দরকার জানান মন্ত্রী । এছাড়া দুর্গাপুরে নতুন বর্জ প্রক্রিয়াকরণের জমির খোঁজ চলছে খুব শীঘ্রই তার কাজ শুরু হয়ে যাবে ।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান প্রতি শনিবার তারা সকলে মিলে মন্ত্রীকে সঙ্গে নিয়ে এই বৈঠক জারি রাখবেন যাতে সমস্ত কাজ সুষ্ঠুভাবে তাড়াতাড়ি সম্পন্ন হয় মানুষ যাতে সমস্ত রকম পরিষেবা পান । শুধু এম এএমসি কলোনির ফাঁকা সরকারি জমি নয়, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় যেখানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের জমি রয়েছে সেগুলোও ঘুরে ঘুরে চিহ্নিত করছেন পরশুদের নতুন চেয়ারম্যান কবি দত্ত তিনি জানিয়েছেন যে সমস্ত বিষয়ে বৈঠকে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তার জন্যই এই পরিদর্শন ।
No comments:
Post a Comment