DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 9, 2024

সরকারি জমিতে অবৈধ দোকানদারদের সরাতে বেআইনি দোকান ভাঙলো ADDA

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নোটিশ দেওয়া হয়েছে অনেকদিন আগেই কিন্তু তারপরেও কর্ণপাত না করায় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি জমিতে এবার দখলমুক্ত করতে নামলো এডিডিএ। পূর্ব ঘোষণা অনুযায়ী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে যে সকল অবৈধ দখলদার দোকান করে জবরদখল করে রেখেছিলেন, তাদেরকে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল গত সপ্তাহে। কিন্তু যারা এখনো পর্যন্ত দোকান সরাননি তাদের দোকানগুলি মঙ্গলবার সকালে ভেঙে দেয়া হলো বুলডোজার দিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। সিটি সেন্টারের জংশন মল সংলগ্ন এলাকা, স্মার্ট বাজারের সামনের রাস্তা এবং চতুরঙ্গ ময়দানের সামনের রাস্তায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হয় এদিন। সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। 
প্রসঙ্গত আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই তিনি জানিয়েছিলেন শহরকে দখলমুক্ত করার অভিযান শুরু করবেন শীঘ্রই। সেই মোতাবেক মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে শুরু হলো অভিযান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot