DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 3, 2024

জেলায় এই প্রথম অত্যাধুনিক রোবোটিক সার্জারি নিয়ে এলো, হেল্থওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম অত্যাধুনিক রোবোটিক সার্জারি নিয়ে এলো হেল্থ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ।  দুর্গাপুরের পর আসানসোলে আরো একটি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করেছেন হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ । মানুষকে নিখুঁত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য অত্যাধুনিক রোবোটিক সার্জারি আসানসোলের হেলথওয়ার্ড হাসপাতালে করা হয়েছে। এখানে গলা, হার্ট ,পেটের সমস্যা ,স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা, মূত্রনালীর সমস্যা সব ক্ষেত্রেই রোবটিক সার্জারির সুবিধা পাওয়া যাবে। গতকালের উদ্বোধনের দিনে তিনটি গুরুত্বপূর্ণ রোবোটিক সার্জারি করেছেন বিশিষ্ট চিকিৎসকেরা। হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের কর্ণধার সহ বিশিষ্ট হার্টের চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায় জানান অত্যাধুনিক রোবোটিক সার্জারির মাধ্যমে শরীরের অংশ না কেটে সামান্য ছিদ্র দিয়েই গুরুত্বপূর্ণ সমস্ত অপারেশন করা যাবে এবং তাদের কাছে এটা গর্বের  বিষয় যে তাঁরা জেলায় প্রথম এটা চালু করতে পারলেন। এবং রোবোটিক সার্জারিতে সিদ্ধ হস্ত  সমস্ত বিশিষ্ট চিকিৎসকদের আনা হয়েছে এই হাসপাতালে। রোবটিক সার্জারির মাধ্যমে মানুষ আরো উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন অত্যন্ত কম খরচে । আগামী দিনে রোবোটিক সার্জারি নিয়ে আরো নতুন চিন্তাভাবনা রয়েছে তাদের এই হাসপাতালে।  যে সমস্ত বিশিষ্ট চিকিৎসকের রোবটিক সার্জারি করবেন এদিন সাংবাদিক বৈঠকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডক্টর অরুণাংশু গাঙ্গুলী ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot