DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 8, 2024

ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর থানা খোয়া যাওয়া মোবাইল ল্যাপটপ ফিরিয়ে দিল সকলকে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের তরফ থেকে দুর্গাপুর থানার ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে খোয়া যাওয়া ৩৫টি মোবাইল সহ একটি ল্যাপটপ বিভিন্ন জায়গা থেকে পুলিশ উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেয়।  উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগ এবং ওসি প্রসেনজিৎ রায় এবং দুর্গাপুর থানার বেশ কয়েকজন আধিকারিক ।  ৩৫ টা মোবাইল এর মালিকরা কেউ মোবাইল হারিয়ে ফেলেছিলেন কারো বা মোবাইল চুরি গেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে দুর্গাপুর থানা, এই বিষয়ে বিশেষ উদ্যোগী হয়। আজ নিজেদের মোবাইল ফেরত পেয়ে খুশি সকলেই মোবাইল ফেরত দেওয়ার সাথে সাথে তাদেরকে হাতে মিষ্টির প্যাকেটে তুলে দেন পুলিশকর্মীরা । শহর জুড়ে কোন ঘটনা ঘটলে দোষারোপ করা হয় প্রশাসন সহ পুলিশকে কিন্তু পুলিশ নিজ উদ্যোগে তৎপরতার সঙ্গে অভিযোগ পাওয়া মাত্র যে কাজগুলো করে তা সব সময় প্রচারের আলোয় আসে না। আমাদের উদ্দেশ্য সেই খবরগুলোকে প্রচারে আলোয় নিয়ে আসা এই জন্য সচেষ্ট সব সময় দুর্গাপুর আপডেট এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদেরও অনেক শুভেচ্ছা রইল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সকল পুলিশ কর্মীদের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot