DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 9, 2024

রানীগঞ্জে সোনা ছিনতাই করতে এসে পুলিশ ডাকাত গুলির লড়াই আসানসোলে গুলি চালিয়ে গাড়ি চুরি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : : একেবারে ভরা বাজারের মূল জায়গায় সোনার দোকানে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটে গেল বেলা সাড়ে বারোটা নাগাদ। অন্যদিকে আবার আসানসোলের মনীষীদের এলাকায় গুলি চালিয়ে চারচাকা গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা দুষ্কৃতীদের গুলিতে আহত দুজন বলে খবর পাওয়া যাচ্ছে দুটি ঘটনায় চাঞ্চল্য রানিগঞ্জ এবং আসানসোল এলাকায়
 প্রায় ৯ জনের একটি দুষ্কৃতির দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় বেঁধে হঠাতই ঢুকে পড়ে রানীগঞ্জ নেতাজি সুভাষ বোস রোডের উপর সেনকো গোল্ড জুয়েলারি দোকানে। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বোস করিয়ে রেখে লুটপাট চালাতে শুরু করে। এদিকে ঘটনার সংবাদ পেয়েই রাণীগঞ্জ থানা, শ্রীপুর ফাঁড়ি সহ এলাকার পুলিশ ডাকাতদের ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরফলে প্রায় ২০-২৫ রাউন্ড দুই পক্ষের গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এক ডাকাতের গুলিবিদ্ধ হওয়ারও খবর পাওয়া যাচ্ছে, তবে তার সঙ্গীরা তাকে তুলে নিয়ে পালিয়ে গেছে বলেই জানা যাচ্ছে। পুলিশের তৎপরতা এবং বাজারের ব্যবসায়ীদের হৈচৈয়ে ডাকাত দল কিছুক্ষণের মধ্যেই দোকান ছাড়তে বাধ্য হয় বলে জানা গেছে। জানা গেছে বাস মালিক সংগঠনের নেতা সুদীপ রায় এই দোকানটির মালিক। তিনি নিজেও সে সময় দোকানে উপস্থিত ছিলেন বলে অন্য আরেক বাস মালিক জানাচ্ছেন। ধারণা করা হচ্ছে ডাকাত দল পাঞ্জাবী মোড় হয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে পালিয়ে গেছে। জানা গেছে নিচে মডেল ফার্নিচার, উপরে সেনকো গোল্ড এর শোরুম, কিছুটা দূরেই ব্যাংক, শ্রমিক সংগঠনের অফিস ইত্যাদি নিয়ে জমজমাট এলাকা রানীগঞ্জের ওই অঞ্চল। সেখানে একেবারে দিন-দুপুরে ডাকাত দলের হানায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই অত্যন্ত আতঙ্কিত। প্রান্তভূমি; চারটি বাইক করে ডাকাত দল এসেছিল বলে খবর পাওয়া গেছে তার মধ্যে একটি বাইক উদ্ধার হয়েছে এবং একজন ডাকাত আহত অবস্থায় ধরা পড়েছে বলেও বিভিন্ন সূত্রের খবর।রানীগঞ্জে ডাকাতির ঘটনার পর আসানসোলের মহিশীলা চক্রবর্তী মোড়ে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে গাড়ি ছিনতাই।গাড়ি ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা।এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
একজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot