DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 18, 2024

দুর্গাপুরের স্বপ্নছন্দম এর ২৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো নানা অনুষ্ঠানের মাধ্যমে সৃজনী প্রেক্ষাগৃহে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা স্বপ্ন ছন্দম এর ২৩ বছর বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো ১৭ জুন সৃজনী প্রেক্ষাগৃহে ।  সংগীত, নৃত্য, আবৃত্তি ,শ্রুতি নাটক এইরকম নানান ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন উদ্যোক্তারা এবং তা উপভোগ করেন হলে উপস্থিত থাকা দর্শক শ্রোতারা । স্বপ্নছন্দমের সমস্ত সদস্য ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দুর্গাপুরের রম্যবীণা ,কথা ও কাহিনী ,আরাধনা ডান্স একাডেমি, দুর্গাপুর কয়ার, সুরপরিষদ  এর মতো ২৭ টি সংগঠনের শিল্পীরা । অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয় । স্বপ্নছন্দমের কর্ণধার কাকলি দাস গুপ্ত এবং তার সহযোগীদের এই সুন্দর একটি অনুষ্ঠান দুর্গাপুরবাসীকে উপহার দেওয়ার জন্য সকলেই অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot