DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 6, 2024

সিটি সেন্টারে পরপর দুটি বাড়িতে চুরি আতঙ্ক এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সিটি সেন্টারে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আবারো চাঞ্চল্য 
একই কায়দায় জানালা কেটে আবারো চুরি। দুর্গাপুরের সিটি সেন্টার এর বেঙ্গল অম্বুজা ও চতুরঙ্গ সংলগ্ন এনসি রায়চৌধুরী এলাকায় দুটি বাড়ি তে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দুটি বাড়ি মিলিয়ে কাঁসার বাসনসহ ১৭ হাজার টাকা চুরি গিয়েছে। এনসি রায়চৌধুরী এলাকার বাড়ির মালকিন নমিতা চক্রবর্তীর অভিযোগ,"বৃহস্পতিবার ভোর বেলায় যখন ঘুম থেকে ওঠেন তখন ওপর থেকে থালা-বাসন পড়ার আওয়াজ পান। তা দেখেই বাড়ির দরজা খোলেন। তখনই দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে। বাড়ির অন্যান্য সদস্যরা ওপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা। ৯ হাজার টাকা উধাও।"অম্বুজা এলাকার বাড়ির মালকিন ইন্দ্রানী দে দাবি করেন,"তাঁরা সকালে উঠে বুঝতে পারেন একটা ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ। বাড়ির বাইরে বেরোতে দেখেন জানালা কাটা। সেই বাড়ির ভেতরে তারা ঢুকতেই দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ভাঙা হয়েছে আলমারি আর খাটও। আলমারি ভেঙে প্রায় ৮ হাজার টাকা এবং ওই ঘরে থাকা একাধিক কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে রাত একটা ৫৩ নাগাদ এই ঘটনা।"প্রসঙ্গত, কয়েক মাস আগেও অম্বুজা এলাকাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই দুষ্কৃতীরা এখনো অধরা। তারই মধ্যে অম্বুজা সহ চতুরঙ্গ এলাকার এনসি ব্যানার্জি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot