DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 7, 2024

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না ডিভিসি ও ডিএসপি কে হুঁশিয়ারি সাংসদ কীর্তি আজাদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে আগামী দিনে কি কাজ করতে চান তিনি তার সাংবাদিক বৈঠক করলেন বিজয়ী সাংসদ কীর্তি আজাদ । আজ দুর্গাপুরে প্রদীপ মজুমদারের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন জয়ী প্রার্থী কীর্তি আজাদ। গতকাল দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ নেতা নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক করেন তার কারণ বুথ ভিত্তিক সমীক্ষায় দেখা গেছে । দুর্গাপুরে ৪৩টি ওয়ার্ডের মধ্যে   কয়েকটি ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছে  বাকিগুলোতে জয়ী হয়েছে বিরোধীরা মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তা নিয়ে পর্যালোচনা করেন । অন্যদিকে তিনি এও বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিট সংখ্যা তৃণমূলের অনেক বেড়েছে আগের থেকে পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান সব জায়গাতেই । 
এছাড়া আজকে সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ পরিষ্কারভাবে ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কাউকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হবে না বলে ভরসা যোগান । ইদানিং দুর্গাপুর ইস্পাত কারখানা এবং ডিভিসি তাদের কারখানা সম্প্রসারণ এবং বিদ্যুতের নতুন ইউনিটের জন্য উচ্ছেদের। নোটিশ দিয়েছে তার জন্য প্রচুর আন্দোলন গড়ে উঠেছে । কীর্তি আযাদ। জানান কাউকে উচ্ছেদ পুনর্বাসন ছাড়া করতে দেওয়া যাবে না দরকার পড়লে তিনি এ বিষয়ে সুপ্রিম কোর্টে যাবেন।

 শিল্পের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পে রাজ্য সরকারকে বা তাকে দরকার পড়লে তারা সব রকম সাহায্য করবেন কিন্তু গরিব মানুষকে উচ্ছেদ করে নয় এছাড়া দীর্ঘদিন ধরে দামোদর ড্রেজিং না হওয়ার কারণে যে যে সমস্যা তৈরি হয়েছে সে নিয়েও তিনি কাজ শুরু করে দেবেন যাতে দামোদরের তাড়াতাড়ি ড্রেজিং হয়  এবং জল ধারণের ক্ষমতা বাড়ে । বন্যায় জল ধারণ ক্ষমতা না থাকার জন্য পার্শ্ববর্তী প্রচুর গ্রাম এবং নিম্ন দামোদর তীরবর্তী এলাকার প্রচুর গ্রাম ভেসে যায় তাই দামোদরের ড্রেজিং হওয়া খুব জরুরী বারবার সাংসদদের টিম দিল্লি থেকে এসে ঘুরে গেলেও আজ পর্যন্ত এই কাজটা করার ইচ্ছে মোদি সরকারের ছিল না। আমি এই কাজ করার জন্য যতদূর যেতে হয় যাব ।  শহরে খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন মাঠ সহ স্টেডিয়াম আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেন এদিন তিনি । কোন কারখানাকে প্রাইভেটাইজেশন করে বিক্রি করা চলবে না এবং বন্ধ এ এম সি কারখানা সহ ফার্টিলাইজার কারখানা সব বিষয় নিয়ে তিনি এবার কোমর বেঁধে নামবেন তিনি বলেন পুরনো সংসদ এসএস আলুওয়ালিয়া কি কাজ করেছে আপনারা তো দেখেছেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে  ভোটে দাঁড়ান আমি কি কাজ করব তা আপনারা নিজের চোখেই দেখতে পাবে পারবেন আমি তিন তিনবার সাংসদ ছিলাম আমি জানি কিভাবে কাজ করতে হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot