DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 30, 2024

প্রধান আর উপ-প্রধান চোর এই পোস্টার পড়ল অন্ডালের খান্দরা এলকায়, চাঞ্চল্য ঘটনা নিয়ে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রধান আর উপপ্রধান চোর পোস্টার পড়লো অন্ডালের খান্দরায় । অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নামে চোর লেখা পোস্টার পড়লো খান্দরা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । যাকে ঘিরে শোরগোল অন্ডাল এলাকায়। চলতি মাসে ২ বার খান্দারা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রধান ও উপপ্রধান এর বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল ওই পঞ্চায়েতেরই বেশ কয়েকজন সদস্য। শাসক দলের গোষ্ঠীকোন্দলে  তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল ওই দুইদিন। এবার প্রধান আর উপ প্রধানের বিরুদ্ধে চোর পোস্টার পড়লো। প্রধান এবং উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার ঘিরে বিড়ম্বনা পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা হয়। আমাকে দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারলে দল যা  শাস্তি দেবে আমি তা  মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত বলে জানান পঞ্চায়েত সদস্য আশীষ ভট্টাচার্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot