বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনী এলাকায়। রবিবার ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাইবোন খেলা করছিল,ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যাক্তি ও এক মহিলা আসে ঐ মাঠে, এরপর খেলানোর ছল করে দু বছরের ঐ শিশুকে নিয়ে বাইকে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুরের থানার পুলিশ, পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিন্নিত করার চেষ্টা করছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দু বছরের শিশুকে অপহরণের অভিযোগ,দুর্গাপুর ইস্পাত নগরীতে। বিভিন্ন এলাকায় সিসিটিভির ছবি সংগ্রহ চালাচ্ছে পুলিশ সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের।
No comments:
Post a Comment