দুর্গাপুর সিটি সেন্টারের পোস্ট অফিসে কর্মরত মাখনলাল মিনা বাইকে করে যখন কাজে বেরিয়েছিলেন দুর্গাপুরের নব ওয়ারিয়া থেকে তাকে ধরলো ইউ পি পুলিশ। নব ওয়ারিয়া এলাকায় সাড়ে তিন বছর ধরে ভাড়া বাড়িতে বাস করতেন মাখনলাল মিনা তার পরিবার নিয়ে মাখনলাল রাজস্থানের বাসিন্দা এমনটাই জানান বাড়ির মালিক হরেনচন্দ্র ধাড়া । ইউ পি পুলিশ দুর্গাপুরের নব ওয়ারিয়ায় পোস্ট অফিসের ওই কর্মী মাখন লাল মিনা কে মোটরবাইক থেকে নামিয়ে চর থাপ্পড় মেরে গাড়িতে তুলেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের তারাই সিটি সেন্টারে প্রথমে ট্রাফিক বিভাগকে খবর দেয়। দুর্গাপুর থানার পুলিশকে না জানিয়ে একটি ভাড়া গাড়িতে ঝাড়খন্ড পুলিশ কেনই বা এলো কেনই বা ধরল তা জানতে চারিদিকে নাকা চেকিং করা হয়। এর পর ঝাড়খন্ড ঢোকার সময় বাংলার পুলিশের কন্যাপুর ফাঁড়ির নাকা চেকিং এ পুলিশ আটকায় গাড়িটিকে। ইউ পি পুলিশ ও ওই ব্যক্তিকে কে আসানসোলের কন্যাপুর ফাঁড়ি তে নিয়ে আসে পুলিশ। এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেয়া হয়, দুর্গাপুর থানার পুলিশ আসানসোলের কন্যাপুর ফাঁড়িতে পৌঁছে ইউ পি পুলিশ দের ও ওই ব্যক্তিকে দুর্গাপুর থানায় নিয়ে আসে। দুর্গাপুর থানার পুলিশ ইউ পি পুলিশ ও মাখনলাল মিনাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানান মাখনলাল মিনার নামে আগ্রায় একটি চিটিং এর কেস আছে বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন উত্তরপ্রদেশের পুলিশের কাছ থেকে। বাকি সমস্ত বিষয় এবং কাগজপত্র তারা খতিয়ে দেখছেন এখন এবং জিজ্ঞাসাবাদ চলছে । কিন্তু কাউকে গ্রেপ্তার করতে গেলে আইন মাফিক সেই এলাকার থানাকে জানাতে হয় বাইরে রাজ্যের কোন পুলিশ এলে । আজকের ঘটনায় এই বিষয়টি কেন জানানো হলো না সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকালের মনে যে সাদা গাড়িতে করে উত্তরপ্রদেশের পুলিশ এসেছিল সেই গাড়ির চালক বলছেন তারা তিন দিন ধরে দুর্গাপুর একটি হোটেলে ছিলেন সবকিছু নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা দুর্গাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের সিটি সেন্টারের পোস্ট অফিসের এক কর্মীকে তুলে নিয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশের পুলিশ। আসানসোলের কন্যাপুর এলাকায় নাকা চেকিং করার সময় ওই গাড়িটিকে ধরে পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশ সহ ওই ব্যক্তিকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য
No comments:
Post a Comment